ভিটামিন এ ব্যাপারে অনেক মায়ের বেশ কনফিউশন হয় বিধায় কিছুটা ব্যাখ্যা করছি কোন বাচ্চাকে খাওয়াবেন কোন বাচ্চাকে খাওয়াবেন না।
৬ মাস+ বয়সী বাচ্চা খাবে নীল ক্যাপসুল। নীল = ১ লক্ষ ইউনিট।
১২ মাস+ বয়সী বাচ্চা খাবে লাল ক্যাপসুল। লাল = ২ লক্ষ ইউনিট।
অসুস্থতার জন্য এন্টিবায়েটিক কোর্স চলছে, এখন মুটামুটি সুস্থ আছে - এন্টিবায়েটিক চলমান অবস্থায় ভিটামিন-এ খাওয়ানো যাবে।
বাচ্চার বমি - ডায়ারিয়া চলছে - টীকা খাওয়ার পূর্বে সুস্থ হলে খাওয়াবেন, নয়ত খাওয়াবেন না।
বাচ্চার অনেক জ্বর থাকলে খাওয়াবেন না।
বাচ্চার সর্দি, কাশি আছে - খাওয়াতে পারবেন।
টীকা দেয়ার দিনেই বাচ্চার ৬ মাস / ১৮০ দিন পূর্ণ হবে - খাওয়াতে পারবেন।
বাচ্চার বয়স ৫ মাস ২০ দিন - খাওয়াবেন না।
টীকা দেয়ার দিনে ১ বছর পূর্ণ হবে - ১ বছর পূর্ণ হওয়ার পর লাল ক্যাপসুল খাবে।
বাচ্চা ১-২ মাসের প্রিমেচেউর, এখন বয়স ৬ মাস - টীকা খাওয়াবেন (নীল)।
বাচ্চা ১-২ মাসের প্রিমেচেউর, এখন বয়স ১ বছর - টীকা খাওয়াবেন (লাল)।
গত ৩ মাসের মধ্যে টীকা খেয়েছে এমন হলে পুনরায় খাওয়ানোর প্রয়োজন নাই।
বাচ্চা খুব অসুস্থ হলে টীকা খাওয়ানোর প্রয়োজন নাই। পরবর্তীতে দোকান থেকে কিনে খাওয়াতে পারবেন। দোকানে পাওয়া যায়- Cap Ratinol Forte 50000 IU। ৬ - ১১ মাস বাচ্চা খাবে ৫০ হাজার ইউনিট ২ টা ক্যাপসুল। ১ - ৫ বছরের বাচ্চা খাবে ৫০ হাজার ইউনিট ৪ টা ক্যাপসুল। এই ডোজ দোকান থেকে রেটিনল ফোর্ট ৫০ হাজার ইউনিট কিনে খাওয়ানোর বেলায় প্রযোজ্য, টীকা কেন্দ্রের বেলার নয়।
ক্যাপসুল খাওয়ানোর সময় হাইজিন মেনে চলবেন। সবাই খেয়াল রাখবেন, মাথা কেটে ক্যাপসুলের পেটে চাপ দিয়ে শুধুমাত্র ভেতরের ভিটামিন খাওয়াবেন। পুরো ক্যাপসুলটি বাচ্চার মুখে দিবেন না।
ভিটামিন-এ ফ্যাট সলেবল ভিটামিন বিধায় চর্বিযুক্ত খাবার খাওয়ার পর ভিটামিন-এ হজম ভালো হয়। তাই টীকা খাওয়্যানোর পুর্বে বাচ্চাকে কিছুটা চর্বিযুক্ত খাবার খাওয়াতে পারেন। ৬-৭ মাসের বাচ্চাকে শুধু বুকের দুধ খাওয়ালেই হবে, দুধেই চর্বি বিধ্যমান।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd