লুকায়িত সেলাই এর মাধ্যমে কসমেটিক খৎনা করুন ব্যাথাহীন ও নিরাপদ ভাবে
আমি সম্পূর্ণ ব্যাথাহীন, জীবাণূহীন ও সর্বাধুনিক ভাবে সুন্নতে খৎনা করে থাকি। এটি খুবই ছোট একটি সার্জারী, যার জন্য ১৫-২০ মিনিট সময় প্রয়োজন হয়। খৎনার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নাই। সার্জারীর ১ ঘন্টার মধ্যেই বাচ্চাকে বাসায় নিয়ে যেতে পারবেন। স্বাভাবিক ক্ষেত্রে সাধারণত অপারেশনের ৫ দিনের মধ্যে ক্ষত স্থান শুকিয়ে যায়। এই ৫ দিনও বাচ্চা সকল মুভমেন্ট ও খেলাধুলা স্বাভাবিক ভাবেই করতে পারে। তবে ফাইমোসিস থাকলে এবং পেনিস না ফোটানো থাকলে চামড়া থেকে পেনিসের মাংসাল অংশ অপারেশনের সময় ছাড়াতে হয় বিধায় এসব ক্ষেত্রে ঘা শুকাতে ২-৩ দিন বেশি সময় প্রয়োজন হয়।
সাধারণত সেলাই কাটার প্রয়োজন না হলে সেটাকে কসমেটিক খৎনা বলা হয়। তবে সেলাই কাটার প্রয়োজন না হলেও বাইরে দিয়ে সেলাই দিলে সেলাই এর সুতার কারণে বাজে ধরণের স্কার তৈরী হতে পারে, যেটা দেখতে খারাপ দেখায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি লুকায়িত সেলাই এর মাধ্যমে সুন্নতে খৎনা করে থাকি। এই ব্যবস্থায় পেনিসের চামড়ার ভেতর দিয়ে সেলাই দেয়া হয়। শরীরের অন্য স্থানে এরকম লুকায়িত সেলাই দেয়া সহজ হলেও পেনিসের পাতলা চামড়ার কারণে এরকম লুকায়িত সেলাই দেয়া বেশ কঠিন এবং অভিজ্ঞতা ও স্কিল প্রয়োজন।
লুকায়িত সেলাই এর মাধ্যমে কসমেটিক সেলাই এর সুবিধা সমূহ:
দেশে প্রাপ্য সবচেয়ে চিকন সুতা (৬-০ বা ৭-০ ভিকরিল) ব্যবহৃত হয়
পেনিসের চামড়ার ভেতর দিয়ে সেলাই দেয়া হয় বিধায় সুতা দেখা যায়না
সেলাই কাটার ঝামেলা নাই
ব্যাথাহীন
নূন্যতম রক্তপাত (১-২ ফোটা)
কসমেটিক্যালি সুন্দর
দ্রুত ঘা শুকানো
এক-দেড় মাসের মধ্যে ব্যবহৃত সুতা শরীরের সাথে মিশে যায় বিধায় ভবিষ্যতে কোন সমস্যার সম্ভাবনা নাই
সুন্নতে খাৎনার জন্য GA ব্যবহার করিনা। ১. ঘুম ও কডাল ব্লক অথবা 2. শুধু পেনিস অবশ করে খৎনা করে থাকি।
১। ঘুম ও কডাল ব্লকঃ গ্যাস দিয়ে অথবা ক্যানুলায় ঔষধ দিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো হয় তাই মেন্টাল ট্রমা হয়না, ভয় পায়না। এভাবে ঘুমের ঔষধ এবং কডাল ব্লক দিয়ে পেনিস অবশ করে খৎনা করাকে "কডাল ব্লক উইথ সিডেটিভ" বলা হয়। অভিজ্ঞ শিশু এনাস্থেশিয়া ডাক্তার দিয়ে ঘুম পাড়ানোর প্রক্রিয়া সম্পাদন করে থাকি, যিনি শুধুমাত্র বাচ্চাদের এনাস্থেশিয়ার ডাক্তার।
২। ঘুম ছাড়া শুধু পেনিস অবশ করে খৎনার ক্ষেত্রে পেনিসের গোড়ায় মাংসে ইঞ্জেকশন দিয়ে পেনিস অবশ করে নেয়া হয়। শান্ত ও বুঝবান বাচ্চারা হয়ত চুপচাপ থাকে। কিন্তু বেশির ভাগ ছোট বাচ্চারা ওটিতে এসে রাজী হতে চায়না এবং অনেক কান্নাকাটি করে। যদি বাচ্চা শান্ত ও বুঝবান হয় তবে শুধু পেনিস অবশ করে (লোকাল দিয়ে) খৎনা চেষ্টা করতে পারেন। ঘুম না পাড়িয়ে শুধু পেনিস অবশ করে খৎনার ক্ষেত্রে আরেকটি উপায় হলো স্টাপলার ব্যবহার। স্টাপলার ব্যবহারে দ্রুত সময়ে খৎনা হয়ে যায় এবং কোন সেলাই প্রয়োজন হয়না। একটা স্টাপলার ২য় বার ব্যবহার করা যায়না এবং প্রতিটি স্টাপলার এর মূল্য ৪০০০ টাকা। স্টাপলার এবং ডিভাইস খৎনা এক নয়।
সঠিক ভাবে ঔষধ খাওয়ালে খৎনা পরবর্তী সময় তেমন ব্যাথা থাকেনা বিধায় বাচ্চা তেমন বুঝতে পারেনা যে তার খৎনা হয়েছে। স্বাভাবিক সময়ের মতই হাসিখুশি থাকে এবং খেলাধুলা করে। এনাস্থেশিয়ার জন্য আমি অবশ্যই অভিজ্ঞ ডাক্তার নিশ্চিত করি। ঘুম পাড়িয়ে কডাল ব্লক দিয়ে খৎনা বাচ্চার জন্য সেরা অভিজ্ঞতা দেয়।
বয়সঃ সাধারণত ২-৫ বছর খাৎনার জন্য ভালো বয়স। তবে ফাইমোসিস থাকলে এবং সেটা ম্যানুয়ালী ছাড়ানো সম্ভব না হলে বা প্রস্রাবে ইনফেকশন হলে এই বয়সের আগেও খাৎনা করার প্রয়োজন হতে পারে।
খরচঃ আমার খৎনার প্যাকেজ মূল্য ২০ কেজির নিচে বাচ্চার ক্ষেত্রে ১১,০০০ টাকা এবং ২০ কেজির উপড়ে বাচ্চার ক্ষেত্রে ১২,০০০ টাকা। প্যাকেজের মধ্যে সুতা-গ্লাভস, ওটিতে ব্যবহৃত গ্যাস, ঔষধ, এনাস্থেথিয়া ডাক্তার, এসিস্ট্যান্ট, পোষ্ট অপারেটিভ, পরবর্তী ফলো-আপ (প্রয়োজনে) সকল খরচ অন্তর্ভুক্ত। ঘুম ছাড়া শুধু পেনিস অবশ করে খৎনার প্যাকেজ ১০,০০০ টাকা, স্টাপলার দিয়ে খৎনার প্যাকেজ মূল্য ১২,০০০ টাকা।
সস্তা ডিভাইস মুসলমানি পরিহার করবেন: ডিভাইস মুসলমানির ক্ষেত্রে পেনিসের সাইজ অনুযায়ী ডিভাইস প্রয়োজন হয়৷ এসব ডিভাইসকে বলা হয় এলিস ক্লাম্প। প্রতিটি ডিভাইস এর দাম ২০০ - ২৫০ টাকা মাত্র। বেশির ভাগ ক্ষেত্রেই উপযুক্ত সাইজ মিলিয়ে করা সম্ভব হয়না। ফলে অতিরিক্ত চামড়া কাটার সাইজ সঠিক হয়না। ফলে দেখতে কসমেটিক মুসলমানির মত ভালো হয়না। এই ডিভাইস পেনিসে ৭-৮ দিন ঝুলতে থাকে যেটা বাচ্চার জন্য অস্বস্থির। এরকম ডিভাইস লাগালে পেনিসের চামড়ায় রক্ত চলাচল বন্ধ হয়ে ডিভাইসের অগ্রবর্তী পেনিসের চামড়া ঝরে যায়। ডিভাইস খোলার সময় বাচ্চা ভয় ও ব্যাথা পায় এবং অনেক কান্নাকাটি করে, বাচ্চার মেন্টাল ট্রমা হয়।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd