নবজাতক এবং ছোট বাচ্চাদের মাথায় খুশকি জমে আস্তরণ হয়ে আছে রকম একটা সমস্যা প্রায়শই দেখা যায়। জায়গাটা শুষ্ক বা তেলতেলে হতে পারে। খসখসে, হলদেটে বা সাদা এবং পুরু হয়ে যায়। এই সমস্যাটিকে ক্রাডেল ক্যাপ বলা হয় যেটা আসলে সেবোরিক ডার্মাটাইটিস এর একটা রূপ। কিছু ক্ষেত্রে এটা চোখের পাশে ভ্রুতেও হতে পারে।
এই সমস্যার জন্য বাচ্চার কোন কষ্ট বা চুলকানি হয়না। এটা ছোয়াচেও নয়। সমস্যার জায়গায় চুলে পড়ে যেতে বা কমে যেতে পারে যেটা ক্রেডেল ক্যাপ ভালো হয়ে যাওয়ার পর ঠিক হয়ে যায়। মায়ের শরীরের হরমোন বাচ্চার শরীরে ট্রান্সফারের কারণে তৈল গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বা সেবাম উৎপন্ন হলে এরকম হতে পারে। কিছু ক্ষেত্রে এটা ফাংগাল ইনফেকশনের সাথেও জড়িত।
গোসলের আগে সমস্যা যুক্ত জায়গায় অলিভ ওয়েল দিয়ে নরম করে হালকা করে চিরুনী দিয়ে আচড়ালে কিছু কিছু করে আস্তরণ গুলো উঠে আসবে। এরপর বেবী শ্যাম্পু দিয়ে নিয়মিত গোসল দিয়ে দিতে হবে। ফানজিডাল এইচসি ক্রিম ২ বেলা আক্রান্ত স্থানে দিবেন ১০-১৪ দিন এবং এরপরও প্রয়োজনে দেয়া যাবে। এভাবে ক্রেডেল ক্যাপ ভালো ভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং বাচ্চা বড় হতে হতে ধীরে ধীরে ক্রেডেল ক্যাপও ভালো হয়ে যায়।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd