সহজ ভাবে অটিজম হলো শিশু বিকাশের সমস্যা যেখানে মূলত কথা বলা ও অন্যদের সাথে যোগাযোগ জনিত সমস্যা হয়ে থাকে। অটিজম মূলত জীনগত কারণে হয়ে থাকে। এর সাথে বাচ্চা বেড়ে তোলার সমস্যা বা পরিবেশগত ব্যাপার নাই। ভয়ের ব্যাপার হলো বিশ্বে প্রতি ১০০ জন শিশুর ভেতর ১ জনের অটিজম পরিলক্ষিত হয়।
ছোট বাচ্চাদের ক্ষেত্রে-
নাম ধরে ডাকলে তাকায় না।
২ মাসের বাচ্চা, মা তাকিয়ে হাসলে রেসপন্ড করেনা। চোখের দিকে তাকাতে চায়না।
এমন মনেহয় যেন বাচ্চা কানে শুনে না।
৯ মাস বয়স কিন্তু কোন শব্দ করে না।
১২ মাস বয়স কিন্তু ইশারা বা হাত নাড়ে না।
১৬ মাস বয়স কিন্তু কোন কথা বলে না।
আগে কিছু কথা বলতো কিন্তু এখন বলে না।
২ বছর বয়স কিন্তু নিজে থেকে ২ শব্দ একসাথে বলে না।
২ বছর বয়স, নিজের দুনিয়া নিয়ে ব্যাস্ত থাকে। অন্যদের দিকে খেয়াল নাই। অন্য বাচ্চাদের দিকেও আগ্রহ পায়না।
রিপিটেটিভ মুভমেন্ট। একই কাজ বার বার করতে থাকে। যেমন হাতের কোন মুভমেন্ট বা পায়ের কোন মুভমেন্ট সব সময় করতে থাকা।
বড় বাচ্চাদের ক্ষেত্রে-
কথাপোকথন এ ইন্টারেস্ট পায় না।
কথাপোকথন চালিয়ে নিতে চায়না।
কথা ঠিক ভাবে বুঝতে সমস্যা হয়।
অদ্ভুত শব্দ ও ভাষায় কথা বলা।
নিজেকে নিয়ে বা নিজের কোন কাজ নিয়ে ব্যস্ত থাকে।
অন্যদের দিকে আগ্রহ কম পায়। যদিও কিছু আগ্রহ পায় তবু সম্পর্ক চালিয়ে নিতে পারে না।
ভিন্ন পরিবেশে ও পরিস্থিতিতে তার আচরণ ভিন্ন হওয়া উচিত সেটা বুঝতে পারে না। যেমন মা এবং টিচার এর সাথে একই আচরণ হবে না সেটা বুঝতে পারেনা।
একটা কথাপোকথন শুরু করলে নিজের মত কথা বলতে থাকে। অন্যের দিকে খেয়াল থাকে না। কথা বলার সময় অন্য দিকে তাকিয়ে থাকে।
সামাজিক ভাবে এবং নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে না।
অন্যদের মানসিক অবস্থা বা ফিলিংস বুঝতে পারে না। অন্যের কষ্ট কম বুঝতে পারে বিধায় সহানুভূতিশীল হয়না।
শাররীক অবস্থান, ফেসিয়াল এক্সপ্রেশন এবং অনুভূতির প্রকাশ ভঙ্গি স্বাভাবিক থাকেনা।
পূর্ব নির্ধারিত রুটিনে আটকে থাকে। সামান্য পরিবর্তনে বিরক্ত হয়।
নির্দিষ্ট নিয়মে গোড়ামী। যেমন তার দুইটা বইই লাগবে পড়ার সময়। লাইট একটাই জ্বলবে, ইত্যাদি।
নির্দিষ্ট বিষয়ে আগ্রহ আটকে থাকা। কোন নির্দিষ্ট কিছু নিয়ে আগ্রহ হলে সেটা নিয়ে বাড়াবাড়ি এবং সেটাই নির্দিষ্ট ভাবে চলতে থাকা।
খেলার সময় একই রকম খেলনা একসাথে সাজানো। যেমন তার যত গাড়ি আছে সব গাড়ি নিয়ে এসে একসাথে এক লাইনে সাজানো।
রিপিটেটিভ মুভমেন্ট। একই ধরনের কাজ বা কথা বার বার করতে ও বলতে থাকা। যেমনঃ আঙুলে ভর দিয়ে হাটা, হাতের কোন মুভমেন্ট, কোন মুভি বা কার্টুনের ডায়ালগ স্বাভাবিকের বাইরে সারাদিন বলতে থাকা।
১২ মাস বয়সে কোন শব্দ না করা, ইশারা বা হাত না নাড়া।
একা থাকতে পছন্দ করা। কোন বস্তু বা খেলনা নিয়ে তার পছন্দ অন্যদের সাথে শেয়ার না করা।
১৬ মাস বয়সে এক শব্দও না বলা।
২ বছর বয়সে ২ শব্দ একসাথে বলতে না পারা।
আগের কথা বা স্কিল যে কোন বয়সে হারিয়ে ফেলা।
ডেভেলপমেন্টাল ডিলে
এংজাইটি ডিসঅর্ডার / দুশ্চিন্তা
ADHD (এটেনশন ডেফেসিট হাইপার এক্টিভিটি)
টিক ডিসঅর্ডার
খিচুনী
ল্যাংজুয়েজ ডিলে (কথা বলার সমস্যা)
লারনিং প্রবলেম (শিখতে সমস্যা)
জেনে রাখা জরুরী যে অটিজমের বিভিন্ন লেভেল আছে, যেটা লেভেল-১ থেকে লেভেল-৫ পর্যন্ত হতে পারে। লেভেল অনুযায়ি সমস্যা কম বেশি হয়ে থাকে এবং তাদের স্বাধীন ভাবে জীবন যাপন এর উপর অনেকাংশে নির্ভর করে। ১০% অটিস্টিক বাচ্চা স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারে। অটিজম পুরোপুরি ভালো করার মত কোন চিকিৎসা নাই। কিন্তু একে নিয়ন্ত্রণে রাখা ও বাচ্চার বিকাশ ত্বরান্বিত করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এর মধ্যে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল শিক্ষাগত ব্যবস্থা এবং আচরণগত পরিবর্তন অন্যতম। যত দ্রুত অটিজম ডায়াগনসিস করা যায় ততই বাচ্চার বিকাশের ক্ষেত্রে ভালো স্টেপ নেয়া যায়। তাই উল্লেখিত লক্ষণ গুলো খেয়াল রাখবেন, এসব লক্ষণ দেখা গেলে একজন শিশু ডাক্তারের পরামর্শ নিবেন এবং তার রেফারেল অনুযায়ি বিশেষজ্ঞ দেখাবেন।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd