শিশুদের হার্নিয়া ও হাইড্রোসিল
শিশুদের মধ্যে হার্নিয়া এবং হাইড্রোসিল খুবই সাধারণ দুটি সমস্যা। সাধারণত জন্মের পর পেট এবং অন্ডথলির মাঝের সংযোগ পথটি স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি সেই পথ খোলা থেকে যায়, তখন সমস্যা দেখা দেয়।
হাইড্রোসিল কী
যখন সেই সরু পথে পেটের ভেতরের তরল (পানি) অন্ডথলিতে চলে আসে, তখন সেটাকে হাইড্রোসিল বলা হয়। এতে অন্ডথলি ফুলে যায়, কিন্তু সাধারণত ব্যথা থাকে না।
ইনগুইনাল হার্নিয়া কী
যদি সেই পথ কিছুটা বড় থাকে, তাহলে পেটের ভেতরের আন্ত্রিক অংশ বা নাড়ি অন্ডথলিতে নেমে আসে— একে বলা হয় ইনগুইনাল হার্নিয়া। এটি তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ নাড়ি আটকে বা পেচিয়ে গিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
পার্থক্য বোঝার সহজ উপায়
| বৈশিষ্ট্য | হাইড্রোসিল | হার্নিয়া |
|---|---|---|
| কী থাকে | পানি | নাড়ি |
| আলো (টর্চ) দিলে | আলো পাস করে (লাল টকটকে দেখা যায়) | আলো পাস করে না |
| ফোলা বাড়ে | সাধারণত স্থির থাকে | কান্না, খেলাধুলা বা দাঁড়ালে বেড়ে যায় |
| ঘুমালে অবস্থা | তেমন পরিবর্তন হয় না | ঘুমালে ফোলা ভিতরে ঢুকে যায় |
| চিকিৎসা | ২ বছর পর্যন্ত অপেক্ষা করা যায় | দ্রুত সার্জারি প্রয়োজন |
কখন চিন্তিত হবেন
অন্ডথলির ফোলা হঠাৎ শক্ত ও ব্যথাযুক্ত হয়ে গেলে
বাচ্চা প্রচণ্ড কাঁদছে বা খেতে পারছে না
বমি করছে বা পেট ফুলে যাচ্ছে
এসব উপসর্গ দেখা দিলে এটি জরুরি অবস্থা (Emergency) হতে পারে। দ্রুত হাসপাতালে যেতে হবে।
চিকিৎসা ও করণীয়
হার্নিয়া: সার্জারি ছাড়া এর কোনো স্থায়ী চিকিৎসা নেই। ওষুধ বা মালিশে এটি ভালো হয় না। দেরি করলে নাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
হাইড্রোসিল: অনেক ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে নিজে থেকেই সেরে যায়। তবে ২ বছর পরও না সেরে উঠলে সার্জারি করতে হয়।
সার্জারি সম্পর্কে জানুন
এই অপারেশনগুলোকে ইন্টারমিডিয়েট সার্জারি বলা হয়— অর্থাৎ মেজর নয়, আবার খুব ছোটও নয়। অভিজ্ঞ অ্যানাস্থেশিয়া ডাক্তার বাচ্চাকে নিরাপদভাবে অজ্ঞান করে থাকেন। সাধারণত হাসপাতালে ভর্তি ছাড়াই “ডে কেয়ার সার্জারী” হিসাবে করা সম্ভব।
হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশনের খরচ: ২৫,০০০ টাকা (ভর্তি ছাড়া)।
সতর্কতা (Disclaimer):
- আর্টিকেলটি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
- সঠিক মূল্যায়ন ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
চিকিৎসা পরামর্শ ও যোগাযোগ
Dr-Adnan Al Berunie
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বার ১:
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। রবি, মঙ্গল ও বৃহস্পতি — বিকেল ৬:০০–৮:০০
সিরিয়ালের জন্য: 01755515556
চেম্বার ২:
ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন
2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১। শনি, সোম ও বুধ — সন্ধ্যা ৭:৩০–৯:৩০
সিরিয়ালের জন্য: 01333702755
অনলাইন কনসালটেশন: 01671652589 (Whatsapp)
Share via:
