প্রি-টার্ম বাচ্চা (৩৭ সপ্তাহের আগে হয়েছে)
এলার্জিক সমস্যা
এডিনয়েড সমস্যা
টনসিলাইটিস
হার্টের কোন জন্মগত সমস্যা।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা।
বাসায় সিগারেট স্মোকার থাকা ও সিগারেট খাওয়া।
৪ মাসের কম বুকের দুধ খাওয়া।
ফুসফুসের কোন সমস্যা।
জন্মের ওজন ২৫০০ গ্রাম এর কম হওয়া এবং ওজন কম বাড়া।
ব্রেন বা নার্ভের কোন সমস্যা থাকা।
বার বার ব্যাক্টেরিয়া বা ভাইরাসে বাচ্চাকে এক্সপোজ করা
সেতসেত ও বেশি আর্দ্রতা সম্পন্ন বাসা। ইত্যাদি
চেষ্টা করবেন ৩৭ সপ্তাহের আগে বাচ্চা ডেলিভারী না করতে।
আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে ওজন ২৫০০ গ্রাম এর কম দেখলে সম্ভব হলে আরো কিছুদিন প্রেগনেন্সী কন্টিনিউ করা উচিত।
যে বাসায় ছোট বাচ্চা রয়েছে সেই বাসার ভেতর কেউ সিগারেট খাবেন না, কয়েল জ্বালাবেন না, মাটির চুলায় কাজ করবেন না।
চুলার ধোয়া ভালো ভেন্ট্রিলেশনের ব্যবস্থা করবেন। গ্রামে মাটির চুলা ব্যবহার করলে সেটা মূল বাসার বাইরে রাখবেন।
বাচ্চার ওজন ঠিক ভাবে বাড়ছে কিনা প্রতি ২-১ মাসে একবার খেয়াল করবেন।
৬ মাস এক্সক্লুসিভ ব্রেষ্ট ফিড করাবেন।
বাসায় ধুলোবালি যতটা পরিহার করা যায় সে চেষ্টা করবেন।
সরাসরি অনেক বাতাস বাচ্চার শরীরে লাগানো যাবে না।
ভেজা ডায়াপারে বা বিছানায় প্রস্রাব করে অনেক্ষণ ভেজা থেকছে কিনা খেয়াল করবেন।
গোসলের পর ভালো ভাবে চুল শুকাবেন।
নিয়মিত গোসল দিবেন এবং ঘাম পরিহার করার চেষ্টা করবেন।
বার বার ঠান্ডা-সর্দি-কাশি হলে ডাক্তার দেখাবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা করাবেন।
বাসায় কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন।
যেসব বাচ্চার বারেবারে ঠান্ডা-সর্দি লাগছে তাদের ইনফ্লুয়েঞ্জা টীকা দেয়া যেতে পারে।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd