আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে - শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টাল সার্জনের কাছে তার প্রথম ডেন্টাল চেকআপের জন্যে নিয়ে যেতে হবে এবং এটা অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে হতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬,৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনও সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকছে না! ৯,১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে। আশা করি বোঝাতে পেরেছি।
প্রশ্নঃ কিন্তু ডাক্তার, আমার বাচ্চার তো ১২ মাস চলছে, একটিও দাঁত ওঠেনি। তাহলে?
উত্তরঃ এক্ষেত্রেও ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন।
প্রশ্নঃ ওর তো দাঁতই নেই, এর আবার কীসের ডেন্টাল চেকআপ!?
উত্তরঃ জি, দাঁত নেই সেটা কি কোনও সমস্যার কারণে, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, তা জানতে হলেও চেকআপে যাওয়া জরুরি, নয় কি?
প্রশ্নঃ কেনো ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
A. ছোটো বড়ো সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেনো গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডেন্টাল চেকআপে শিশুর দাঁত সহ সম্পূর্ণ মুখগহ্বরই (শিশুর মাড়ি, চোয়াল, গাল, জিহ্বা, তালু সব) দেখা হয়। এতে সব গঠন সুস্থ ও স্বাভাবিক আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। শিশুর মুখের সুস্থতার জন্যে খাবারের ধরণ কেমন হওয়া উচিত, কী খাবে, কোনগুলো কম খাবে, কীভাবে খাবে, কীভাবে খাওয়া উচিত না, দাঁত ও মুখ কোন বয়সে কীভাবে পরিষ্কার করতে হবে, শিশুদের দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি, দাঁত ঠিকভাবে উঠছে কিনা, দাঁতের জন্যে ক্ষতিকর বদভ্যাসগুলোর কোনওটা শিশু রপ্ত করেছে কিনা, করে থাকলে তা কীভাবে ত্যাগ করানো যায় ইত্যাদি বিষয়ে অভিভাবকদের অনেক কিছুই জানার থাকে। এই সব কিছু সরাসরি আলাপের মাধ্যমে জেনে ও শিখে নেওয়ার সুবর্ণ সুযোগ "ডেন্টাল চেকআপ"।
মুখের সব রোগের লক্ষণ আমরা চিনি না, আবার অনেক সময় মুখের স্বাভাবিক অংশকেও রোগ ভেবে বসে থাকি! নিয়মিত ডেন্টাল চেকআপে এই কনফিউশন দূর হয়। আমাদের অজান্তেই দাঁত ও মুখের আনাচে কানাচে কোনও রোগ সৃষ্টি হতে থাকলে বা হওয়ার ঝুঁকি থাকলে চেকআপে তা প্রাথমিক অবস্থায়ই ধরা পড়ে যায়। ফলে রোগ বড়ো আকার ধারণ করে খুব বেশি ভোগাবার আগেই সেটা সারিয়ে নেওয়া যায়। আর প্রথম অবস্থায় সমস্যা অল্প থাকতেই চিকিৎসা করিয়ে নিলে তাতে সময় এবং খরচও "সাধারণত" কম লাগে।
তাহলে আপনার শিশুকে ডেন্টাল চেকআপে নিয়ে যাচ্ছেন কবে?
- ডা. ইফফাত সামরিন মুনা, ডেন্টাল সার্জন।