বুকের দুধ ছাড়ানোর সঠিক বয়স ২ বছর। ছেলে মেয়ে উভয়ের জন্যই ২ বছর। অনেকে মনে করেন মেয়ে বাচ্চাদের ২ বছরের পরও খাওয়ানো যায় যেটা সঠিক ধারণা নয়। অনেক বাচ্চার ক্ষেত্রে ২ বছরের পূর্বেও বুকের দুধ ছাড়ানোর প্রয়োজন হতে পারে। ২ বছরের পরও বুকের দুধ খাওয়ালে বাচ্চার এবং মায়ের উভয়ের জন্যই সেটা ক্ষতিকর।
কোন তিতা বস্তু যেমন কফি, কোকো পাউডার ইত্যাদি যে কোন খাবার তেলে মেখে পেষ্ট তৈরী করুন এবং একটা কৌটায় হাতের কাছে রাখুন। বাচ্চা বুকের দুধ চাইলে প্রতিবার এটা নিপলে এবং এর চারিদিকে ভাল ভাবে মেখে এরপর খেতে দিবেন। বাচ্চা যতবার বুকের দুধ খেতে চাইবে একই ভাবে প্রতিবার তেতো এই পাউডার মেখে খেতে দিবেন। একই সাথে বাচ্চাকে বুঝাবেন যে বুকের দুধ পচা হয়ে গেছে, তোমার এখন দাত হয়েছে তাই বুকের দুধ এখন খাওয়া যাবে না। সাথে সাপ্লিমেন্ট ফর্মুলা / ফিডার রেডি রাখবেন। বিশেষ করে রাতের বেলা ফর্মুলা বা গরুর দুধ দেয়ার প্রয়োজন হতে পারে।
বুকের দুধ ছাড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলো একেবারে ছাড়ানো। মায়েরা কমন একটা ভুল করেন যে ধীরে ধীরে ছাড়ানোর প্ল্যান করেন। এটা কখনই করা যাবে না। যখন ছাড়ানোর প্রয়োজন তখন একেবারে ছাড়াতে হবে। এজন্য মাকে বদ্ধপরিকর হতে হবে। বুঝতে হবে এটা বাচ্চার ভাল জন্য করছেন এবং বাচ্চার এই কষ্ট সাময়িক। তাই বাচ্চার ভালোর জন্য আপনাকে মন শক্ত করতে হবে। মনে রাখবেন আপনি না দিলে বাচ্চা কখনই জোর করে বুকের দুধ খেতে পারবে না। বাচ্চা প্রথম দিন কান্না করবে, ২য় দিনও কিছুটা করতে পারে তবে জেনে রাখুন ৩য় দিন থেকে বাচ্চা নিজেই আর বুকের দুধ খাবে না। বাচ্চার অনুনয় ও কান্নায় মা হিসাবে আপনারও কষ্ট হবে তবে বাচ্চার ভালোর জন্য এই কষ্ট আপনাকে করতে হবে। প্রয়োজনে দুধ শুকানোর জন্য ঔষধ ব্যবহার করতে পারেনঃ Tab. Caberol 0.5 mg হাফ করে ২ বেলা ২ দিন।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd