পেনিসের সামনের চামড়া বন্ধ হয়ে যাওয়াকে ফাইমোসিস বলা হয়। এটা হলে সাধারণত মলম দিয়ে ম্যাসাজ করতে বলা হয় রোগীকে। আমি এরকম সমস্যা পেলে সাধারণত ম্যানুয়ালি রিলিজ করে দেয়ার চেষ্টা করি। ম্যানুয়ালি রিলিজ করা সম্ভব না হলে এই সমস্যার সমাধান খৎনা বা মুসলমানি। ম্যাসাজ করার সময় খেয়াল রাখতে হবে, চামড়া পুরোটা ফোটানো হলে আবার আগের জায়গায় ব্যাক করিয়ে দিতে হবে। যদি চামড়া পুরোটা ফোটানো অবস্থায় রেখে দেয়া হয় তবে সেই জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে ফুলে যেতে পারে। এই ঘটনাকেই প্যারা-ফাইমোসিস বলে। প্যারা-ফাইমোসিস একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। এটা ঠিক করে দেয়া না হলে আরো ফুলতে থাকবে এবং প্রস্রাব বন্ধ হয়ে যাবে, এরপর পেনিসের রক্ত চলাচল বন্ধ হয়ে পেনিস পচতে শুরু করবে। ফাইমোসিস একটা খুবই কমন সমস্যা। তাই ফাইমোসিসের ম্যাসাজ দেয়ার পর সবাই এ বিষয়ে সতর্ক থাকবেন।
ফাইমোসিস সমস্যার পরিপূর্ন চিকিৎসা আমার কাছ থেকে নিতে চাইলে সরাসরি চেম্বারে চলে আসবেন। যেহেতু প্যারা-ফাইমোসিস একটি জরুরী অবস্থা তাই এরকম সমস্যা হলে সময় ক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ শিশু হাসপাতালে নিয়ে যাবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেইজে ম্যাসাজ দিতে পারেন। লিংকঃ m.me/cdc.dhaka.bd
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd