দেখুন তো, ছবিগুলোর মধ্যে কোনওটা আপনার ঘরের শিশুটির দাঁতের অবস্থার সাথে মিলে যায় কিনা?
ছবিতে আমরা দেখতে পাচ্ছি দাঁত ক্ষয় হওয়ার বিভিন্ন ধাপ।
প্রথম ধাপ, যেখানে দাঁতের গোড়ার দিকে সাদা দাগ দেখা যায়, যেনো কেউ চক দিয়ে দাগিয়ে রেখেছে! কোনও ব্যথা থাকে না। যেহেতু সাদা এবং ব্যথাহীন, তাই সহজেই এটা চোখ এড়িয়ে যায় এবং নিয়মিত ডেন্টাল চেকআপে না গেলে এটা ধরা-ও পড়ে না।
দ্বিতীয় ধাপ, দাঁতে হলুদ বা হালকা বাদামি দাগ/অগভীর গর্ত তৈরি হয়েছে। গরম/ঠাণ্ডা খেলে শিরশির করে ওঠে।
তৃতীয় ধাপ, দাঁতে বাদামি বা কালো ক্ষয় দেখা যায়। দাঁত ভেঙে যেতে থাকে। ক্ষয় গভীরে বিস্তৃত হয়ে পড়ে এবং তীব্র অসহনীয় ব্যথা শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে কড়া ব্যথানাশক ঔষধেও এই ব্যথা কমে না।
এই সময়ও বাচ্চার চিকিৎসা না করালে সংক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়ে। প্রথমে মাড়ি ফুলে ওঠে(ছবি কমেন্টে), টনটনে ব্যথা থাকে। এরপর চেহারাও ফুলে উঠতে শুরু করে, ত্বক লালচে দেখায় (ছবি কমেন্টে) এবং থাকতে পারে জ্বর। অনেকে ভাবতেও পারেন না যে, এসব একটা দাঁতের সংক্রমণ থেকে হচ্ছে, আর এর প্রভাব পড়ে চিকিৎসায়।
সংক্রমণ আরও মারাত্মক পর্যায়ে পৌঁছলে মুখ হাঁ করতে না পারা, নিচে গলার দিকে এবং ওপরে চোখ ও মস্তিষ্কের দিকে সংক্রমণ ছড়িয়ে যাওয়া, ঢোক গিলতে না পারা, শ্বাসরোধ হয়ে আসা - এ সমস্ত জটিলতা দেখা দেয়।
অনেকেই মনে করেন, "দাঁত একটা ক্ষয় হচ্ছে হোক, পুরোটা ক্ষয়ে শেষ হয়ে গেলেই তো ঝামেলা চুকে গেলো!" আর প্রাইমারি দাঁত হলে তো কথা-ই নেই। "এর আবার চিকিৎসা কী! পড়ে গিয়ে এমনিই ভালো দাঁত উঠবে"। যাক, নিজেকে সেই অলীক সান্ত্বনা দিতেই পারেন। তবে বাস্তবতা এটাই যে, সঠিক যত্ন সঠিক চিকিৎসার অভাবে অবহেলিত দাঁত আপনার সন্তানকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে। মারাত্মক বলতে আসলেই "মারাত্মক", এর বেশি আর না বলি।
- ডা. ইফফাত সামরিন মুনা, ডেন্টাল সার্জন।