শিশুর ওজন বৃদ্ধিতে সহায়ক হাই-ক্যালরী খাবার


অনেক বাবা-মা তার বাচ্চার ওজন বাড়ছে না কেন সেটা নিয়ে চিন্তিত থাকেন। এই আর্টিকেলে বাচ্চার ওজন বাড়াতে সহায়ক খাবার নিয়ে আলোচনা করবো। বাচ্চাকে খাবারের সাথে পরিচিত করার পর বাচ্চা খেতে শুরু করলে প্রথমেই লক্ষ্য রাখতে হবে বাচ্চার খাদ্য তালিকায় যথেষ্ট পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে কিনা। প্রধানত যেসব উপাদান নিশ্চিত করতে হবে সেগুলো হলোঃ আয়রন, ক্যালসিয়াম, জিংক, প্রোটিন এবং চর্বি।



সব কিছুর পর ওজন ঠিক মত না বাড়লে এবং বাচ্চার গ্রোথ বাধাগ্রস্থ হলে রোগের কথাও ভাবতে হবে। সেক্ষেত্রে ডাক্তারের সাহায্য নিবেন। এরকম বাচ্চার ফুল ইভালিউয়েশন লাগবে। চোখ, বুক, মুখের ভেতর দেখতে হবে। সাথে বিস্তারিত হিস্টোরি লাগবে। বাচ্চার বার বার ডায়ারিয়া থাকে কিনা, পায়খানার সমস্যা আছে কিনা, চামড়ার অবস্থা কেমন, কৃমি আছে কিনা, রক্ত স্বল্পতা / এনেমিয়া আছে কিনা, মুখের ভিতর সাদা কাই পড়েছে কিনা সব এসব বাচ্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সব দেখে প্রয়োজনীয় ঔষধ দিতে হবে।


© Dr-Adnan Al Berunie

MBBS, MS (Pediatric Surgery)

SCHP (Paediatrics) Australia, CCD

Child Specialist & Pediatric Surgeon


চেম্বারঃ 

আল-মারকাজুল ইসলামী হাসপাতাল

২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।

সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)


সিটি কেয়ার জেনারেল হাসপাতাল 

২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)

সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300


অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd