আমাদের দেশে একটা কমন ব্যাপার খেয়াল করি যে মায়েরা বাচ্চাদের অনেক তাড়াতাড়ি টয়লেট ট্রেনিং দেয়া শুরু করেন। এমনকি আমি এমনও পেয়েছি যে ৬ মাসের বাচ্চা যে ঠিক মত বসতে শিখেনি তাকে টয়লেট ট্রেনিং দেয়া হচ্ছে। এই কাজ গুলো আমরা নিজেদের অজ্ঞতার কারণে করে থাকি। দয়া করে কম বয়সে বাচ্চাকে টয়লেট ট্রেনিং দেয়া থেকে বিরত থাকুন। আপনি ট্রেনিং দিলে বাচ্চা দ্রুত পায়খানা ও প্রস্রাব কন্ট্রোল করতে শিখে যাবে এটা সত্য। তবে এতে বাচ্চার ক্ষতি হতে পারে।
অল্প বয়সে বাচ্চার মলদ্বারের চারিদিকের (পেরিনিয়াম) মাংস পেশী টয়লেটে বসার জন্য যথেষ্ট মজবুত থাকেনা। কম বয়সে আপনি টয়লেট ট্রেনিং দিলে এবং বাচ্চাকে পায়খানা ও প্রস্রাব করতে বসালে অহেতুক প্রস্রাবের থলি ও মলের থলি ও মাংসপেশীর উপড় অতিরিক্ত চাপ পরবে যার ফল খারাপ হতে পারে। বাচ্চা যখন সঠিক সময়ের আগেই প্রস্রাব, পায়খানার বেগ বুঝতে শিখবে তখন অনেক ক্ষেত্রেই বাচ্চা সেই প্রস্রাব ও পায়খানার বেগ আটকে রাখতেও শিখে যায়। ফলে প্রস্রাব/পায়খানার প্রথম বেগ আসলে বাচ্চা প্রস্রাব পায়খানা না করে বরং সেটা আটকে ফেলে। প্রতিদিন অসংখ্যবার এরকম করতে থাকলে প্রস্রাবের থলির পুরুত্ব বাড়তে থাকে এবং সেনসেটিভিটি কমতে থাকে।
উপযুক্ত সময়ের অনেক আগে টয়লেট ট্রেনিং এর ফল স্বরুপ বাচ্চা কিছুটা বড় হলে দিনের বেলা প্রস্রাব ধরে রাখতে পারে না এবং কোষ্ঠকাঠিন্যতা হতে পারে। গবেষণায় দেখা গেছে দ্রুত টয়লেট ট্রেনিং পাওয়া বাচ্চাদের মধ্যে কোষ্ঠকাঠিন্যতা ও প্রস্রাবের ইনফেকশনের হার তুলনামূলক বেশি। তাই আপনার বাচ্চাকে ২ বছর বা এর পর টয়লেট ট্রেনিং শুরু করবেন। অবশ্যই ১৮ মাসের পূর্বে নয়। এটাই আমেরিকান পেডিয়াট্রিক সোসাইটির দেয়া নির্দেশনা।\
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd