শিশুর খিচুনীর কারণ সমূহ ও করণী
শিশুর খিচুনীর কারণ সমূহ ও করণী
খিঁচুনি একটি অবস্থা যেখানে মস্তিষ্ক-কোষ বা নিউরনের তড়িৎ বেগের অস্বাভাবিকতার কারণে শরীরের পেশী দ্রুত এবং বারবার সংকুচিত হয় এবং শিথিল হয়, যার ফলে অনিয়ন্ত্রিত কাঁপুনি হয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকা বা শূন্যস্থানের দিকে তাকিয়ে থাকা এবং রেসপন্স না করাও খিচুনির লক্ষণ।
বাচ্চাদের খিচুনি অনেক কারণে হতে পারে। কমন কারণ গুলো:
জন্মের পর দেরীতে কান্না করা এবং দেরীতে শ্বাস নেয়া
গর্ভকালীন জটিলতা- জন্মের সময় অতিমাত্রায় ওজনের স্বল্পতা
গর্ভকালীন সময়ে মাথার আঘাতজনিত কারণ
নরমাল ডেলিভারীর সময় মাথায় আঘাত পাওয়া
ডেলিভারীর সময় বাচ্চা আটকে যাওয়া (অবস্ট্রাকটেড লেবার)
জন্মের পর বিলিরুবিন অত্যাধিক বেড়ে যাওয়া (জন্ডিস)
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কমে গিয়ে খিচুনী
লবণ কমে গিয়ে খিচুনী
রক্তে সুগার কমে গিয়ে খিচুনী
ফেব্রাইল কনভালশন (জ্বর জনিত)
ব্রেনে ইনফেকশন
রক্তে ইনফেকশন
ব্রেনে টিউমার
ব্রেনে পানি জমা
ব্রেনে আঘাত পাওয়া
ব্রেনে রক্ত ক্ষরণ
জন্মগত ব্রেনের সমস্যা সমূহ
হরমোনাল কারণ
লিভার জনিত কারণ
অজানা কারণ, ইত্যাদি
ফেব্রাইল কনভালশন / জ্বর জনিত খিচুনী
জ্বরের কারণে খিচুনী হলে সেটাকে ফেব্রাইল কনভালশন বলে। এটাই বাচ্চাদের খিচুনীর সবচেয়ে কমন কারণ। এখানে উল্লেখ্য যে এধরণের খিচুনীতে অন্যান্য কারণ গুলো অনুপস্থিত থাকে এবং জ্বর সাধারণত ১০২+ থাকলে এরকম খিচুনী হতে পারে। যে বাচ্চার একবার জ্বরের কারণে খিচুনী হয় তার জ্বর হলে পুনরায় খিচুনীর সম্ভাবনা থাকে ৫-৬ বছর পর্যন্ত। টিপিক্যাল ফেব্রাইল কনভালশন একদিনে একবারই হয় এবং সাধারণত ১০-১৫ মিনিট এর কম স্থায়িত্ব থাকে। ইইজি পরীক্ষা করলে স্বাভাবিক পাওয়া যায়।
জ্বরের সময় খিচুনী শুরু হলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে বাচ্চাকে নিতে হবে। জ্বর কমানোর জন্য নাপা সাপজিটরী দিতে হবে (ডোজ আর্টিকেলে উল্লেখ রয়েছে) এবং কুসুম গরম পানি দিয়ে গা মুছিয়ে দিতে হবে। পরবর্তী জ্বরের সময় খিচুনী প্রতিরোধ করতে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। সাধারণত প্রতিরোধ হিসাবে জ্বরের সময় ডায়াজিপাম (সেডিল) নির্দিষ্ট ডোজে ২-৩ দিন দেয়া হয়। জ্বর যেন ১০২+ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জরুরী অবস্থার জন্য ইজিয়াম সাপজিটরী বাসায় রেডি রাখতে হবে (ডাক্তার ডোজ লিখে দিবেন)। প্রতিবার খিচুনী হলে ব্রেনের কিছু নিউরন ড্যামেজ হয় যেটা রিভার্সেবল না এজন্য খিচুনী প্রতিরোধ করতে হবে।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd