ওরাল থ্রাস একটি বহুল পরিচিত সমস্যা যেটা জিহবায় সাদা কাই হিসাবে দেখা যায়। প্রায় সকল বাচ্চাই কম - বেশি এই সমস্যায় ভুগে থাকে। এই সাদা কাই বা ওরাল থ্রাস জিহবা ছাড়াও মাড়ি, গালের ভেতর দিক, ঠোট এবং গলার ভেতর দিক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
এটা একটা ফাংগাস জনিত রোগ যেটা ক্যানডিডা এলবিকানস নামক ফাংগাস দিয়ে সংঘটিত হয়। এই ক্যানডিডা এলবিকানস ৫০ ভাগ মানুষের মুখে স্বাভাবিক ভাবেই বসবাস করে কিন্তু রোগ সৃষ্টি করেনা। কারণ হলো মুখের অন্যান্য ব্যাকটেরিয়া স্বাভাবিক অবস্থায় এদেরকে বাড়তে দেয়না।
কখন এরা রোগ সৃষ্টি করে?
রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে।
শিশু এবং বয়ষ্ক লোকদের।
লম্বা সময় ধরে এন্টিবায়েটিক খেলে।
ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে।
লম্বা সময় স্টেরয়েড বা কেমো থেরাপি চললে। ইত্যাদি
উপসর্গঃ
জিহবা, ঠোট এবং গালে সাদা কাই।
মুখের ভেতর শুষ্কতা।
মুখে গন্ধ হওয়া।
গলার ভেতর খাবার আটকে আছে এমন অনুভূতি।
স্বাদ না পাওয়া বা স্বাদ চেঞ্জ হয়ে যাওয়া।
দাতে ব্যাথা।
প্রাথমিক চিকিৎসা
একটা সুতী কাপড় কুসুম পানিতে ভিজিয়ে হালকা করে সাদা কাই তুলে ফেলার চেষ্টা করতে হবে ২ বেলা। এরপর মাইকোরাল ওরাল জেল সাদা কাই যে অংশে রয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে বাচ্চা এটা খেয়ে ফেলবে, তাতে সমস্যা নাই। এভাবে ৪ বেলা ১ মিলি করে মাইকোরাল জেল লাগাবেন ৭-১০দিন। খেয়াল রাখতে হবে খুব জোরে ঘষাঘষি করা যাবে না। সেক্ষেত্রে জিহবার টেষ্ট বাড ক্ষতিগ্রস্থ হতে পারে।
খুব বেশি পরিমাণে সাদা কাই দেখা দিলে এবং ক্ষত দেখা দিলে সেসময় গরম খাবার পরিহার করে তুলনামূলক ঠান্ডা এবং স্বাভাবিক তাপমাত্রার খাবার খেতে দিলে বাচ্চার কিছুটা আরাম হবে। এই সময় তুলনামূলক পাতলা, সেমি সলিড এবং তরল খাবার বেশি খাওয়া উচিত। নিয়মিত বাচ্চাকে দই খাওয়ালে মুখের এবং অন্ত্রের ভালো ব্যাক্টেরিয়া চাংগা থাকে এবং এতে ক্যানডিডা বাড়তে পারেনা ফলে সাদা কাই প্রতিরোধ করা যায়।
এই প্রাথমিক চিকিৎসায় ৯০-৯৫ ভাগ রোগী সুস্থ হয়ে যায়। যাদের এতে কাজ হবে না তাদের জন্য উচ্চতর মুখে খাওয়ার ঔষধ প্রয়োজন হবে।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd