পেটের ভেতরের খাদ্যনালী নাভীর পাশে একটা জন্মগত ত্রুটি (ছিদ্র) দিয়ে বাইরে বেরিয়ে আসাই হলো গ্যাস্ট্রসকাইসিস। বাংলাদেশের অধিকাংশ জনগণ জানে না এই রোগ সম্পর্কে। বর্তমানে আমাদের দেশে এই রোগ নিয়ে জন্ম লাভ করা ৯৮-৯৯% বাচ্চাই মারা যায়। এই মৃত্যুর প্রধান কারণ দেরীতে সুপার স্পেশালাইজ হাসপাতালে আসা। শরীরের বাইরে খাদ্যনালী থাকার কারণে বাচ্চা দ্রুত তাপ হারায়। একই সাথে বাইরে থাকা খাদ্যনালীতে দ্রুত ইডিমা (ফুলা যাওয়া) ডেভেলপ করে।
দেরীতে হাসপাতালে নিয়ে আসা হলে খাদ্যনালী ফুলে যাওয়ার কারণে সেটা পেটে ঢুকিয়ে দেয়া সম্ভব হয়না। জোর করে ঢুকানো হলেও পেটের ভেতরের চাপ বেড়ে গিয়ে বাচ্চা খারাপ হয়ে যায়। ফলে দেরীতে হাসপাতালে আসা বাচ্চা গুলোকে বেশির ভাগ ক্ষেত্রেই বাচানো সম্ভব হয়না। যদি জন্মের সাথে সাথেই শিশু হাসপাতালের মত সুপার স্পেশালাইজড হাসপাতালে এই বাচ্চা গুলোকে নিয়ে আসা যায় তবে এই রোগ নিয়ে জন্ম নেয়া বাচ্চাদের বড় একটি অংশকে বাচানো সম্ভব হবে বলে মনেকরি।
তাই এই রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শিশু হাসপাতাল এই রোগের হটলাইন নাম্বার চালু করেছে। এরকম ভয়াবহ রোগ থেকে বাচ্চাকে বাচাতে করণীয়ঃ
বাচ্চা পেটে থাকা অবস্থায় ডাক্তার দেখিয়ে ঔষধ খাওয়া
নিয়মিত ভালো ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম করা
জন্মের আগেই এরকম রোগ কনফার্ম হলে সুপার স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান করা
জন্মের সাথে সাথে বাচ্চার নাকে নল দিয়ে খাদ্যনালীর চাপ কমানো, জীয়াণু মুক্ত ড্রাপিং শিট দিয়ে বাইরের খাদ্যনালী ঢেকে দেয়া, তাপ লস কমানোর জন্য বাচ্চাকে ভালো ভাবে তুলা দিয়ে পেচিয়ে দ্রুত সুপার স্পেশালাইজড হাসপাতালে ট্রান্সফার করা।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd