সব মায়েদের জিজ্ঞাসা থাকে তার বাবুর বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা। আজকের এই পোষ্টিটি আশাকরি আপনাদের উপকারে আসবে। জন্মের পর প্রথম ৩ মাস পর্যন্ত সাধারণত মাসে ৬০০-৭৫০ গ্রাম ওজন বাড়ে। ৩ থেকে ৬, এই ৩ মাস সাধারণত মাসিক ৫০০ গ্রাম ওজন বাড়ে। ৬ থেকে ৯, এই ৩ মাস ৩০০ গ্রাম মত প্রতি মাসে ওজন বৃদ্ধি হয়। ৯ থেকে ১২, এই ৩ মাস ২৫০ গ্রাম প্রতি মাসে ওজন বৃদ্ধি হলে সেটাই যথেষ্ট। ১২ থেকে ১৮ মাসে বাচ্চার মাসিক ওজন বৃদ্ধি হবে ২০০-২৪০ গ্রাম। ১৮-২৪ মাসে মাসিক ওজন বৃদ্ধি হবে ১৫০-১৮০ গ্রাম।
টার্ম বাচ্চাদের ওজনের চার্ট দিলাম। টার্ম বেবী বলতে ৩৭ পূর্ণ সপ্তাহ বুঝায় এবং ফুল টার্ম ৪০ সপ্তাহ বুঝায়। কোন বাচ্চা প্রিমেচেউর এবং প্রিটার্ম হলে সেই কয় মাস বা সপ্তাহ মাইনাস করে কারেক্টেড বয়স হিসাব করে নিলেই হবে। প্রিটার্ম এবং প্রিমেচেউর বাচ্চার ক্ষেত্রে ফুল টার্ম (৪০ সপ্তাহ) থেকে মাইনাস করতে হয়। যেমন ধরুন কোন বাচ্চা জন্ম হয়েছে ৩২ সপ্তাহে যার বার্থ ওয়েট ছিল ২ কেজি। তাহলে এই বাচ্চার বয়স ৮ সপ্তাহ বা ২ মাস বিয়োগ করে কারেক্টেড বয়স হিসাব করবেন এবং দেখবেন সে অনুযায়ী ওজন ঠিক আছে কিনা। কিন্তু ৩৭+ সপ্তাহে বাচ্চা হলে সেক্ষেত্রে সে টার্ম বাচ্চা এবং তার ক্ষেত্রে বয়স মাইনাস করে হিসাব করতে হবে না।
প্রিমেচেউর বাচ্চারা বয়সের সাথে কোন এক সময় গ্রোথ ডিলে পুষিয়ে নেয়। এটাকে ক্যাচআপ গ্রোথ বলে। এটা ৫-৭ বছরের মধ্যেই হয়ে যায়। এত সময় নাও লাগতে পারে। কার ক্ষেত্রে কেমন সময় লাগবে সেটা আগে থেকেই বলা যায়না। তবে বাচ্চার অন্যান্য সমস্যা যেমন রক্তস্বল্পতা, কৃমি, ভিটামিন ও মিনারেল এর অভাব হচ্ছে কিনা খেয়াল করতে হবে এবং চিকিৎসা করাতে হবে।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd