বোয়িং মানে ধনুকের মত বাকা। ২ বছরের নিচের বাচ্চাদের পায়ে কিছুটা বোয়িং থাকা স্বভাবিক। এটাকে ফিজিওলজিক্যাল বোয়িং বলে। যেহেতু বাচ্চা মায়ের গর্ভে পা ভাজ করে থাকে তাই স্বাভাবিক রেঞ্জের ভেতর বোয়িং হতে পারে। কিন্তু খুব বেশি বোয়িং থাকলে সেটা কোন রোগের কারণে কিনা সেটাও ভাবতে হবে। স্বাভাবিক বোয়িং এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বাচ্চার অধিক ওজন এবং বাচ্চা দাড়ানোর জন্য প্রস্তুত হওয়ার পূর্বেই বাচ্চাকে জোর করে দাড়া করানো। সাধারণত স্বাভাবিকের তুলনায় বেশি ওজন বাচ্চার পা ধারন করতে পারে না বিধায় সেসব বাচ্চাদের বো-লেগস হয়ে থাকে। সাধারণত ১ বছর বয়সে বোয়িং সর্বোচ্চ থাকে এবং ২ বছর নাগাদ বোয়িং ঠিক হয়ে যায়।
বাচ্চাকে দুই পায়ের পাতা পাশাপাশি রেখে দাড়া করাবেন অথবা শোয়া অবস্থায় দুই পায়ের পাতা পাশাপাশি রেখে একসাথে ধরবেন। পায়ের পাতা সোজা ও সামনের দিকে থাকবে। এই অবস্থায় দুই হাটুর মাঝে যদি ৬ সেন্টি মিটারের কম গ্যাপ থাকে তবে সেটা স্বাভাবিক বোয়িং, উল্টোটা হলে সন্দেহজনক। খেয়াল করবেন আপনার বাচ্চার বোয়িং এক পায়ে কিনা বা এসিমেট্রিক কিনা। এক পায়ে বোয়িং কখনও স্বাভাবিক নয়। ২ বছরের পর বোয়িং থাকাও স্বাভাবিক ধরা হয়না।
যদি দুই হাটুর গ্যাপ ৬ সেন্টিমিটারের বেশি থাকে
পা ধনুকের মত অনেক বেশি বাকা দেখায়
এক পা বোয়িং বা বাকা
দুই পা সিমেট্রিক না
২ বছর+ বয়সে বোয়িং থাকলে
বাচ্চার উচ্চতা স্বাভাবিকের তুলনায় কম
বাউন্টস ডিজিজ
রিকেটস
অস্টিওমাইলাইটিস / ইনফেকশন
ব্যাথা পাওয়া
অস্টেওজেনেসিস ইমপারফেকটা
বোন ডিসপ্লেশিয়া
কোন বাচ্চার বেশি বোয়িং থাকলে সেক্ষেত্রে সেটা স্বাভাবিক নাকি কোন রোগের কারণে হয়েছে সেটা যাচাই করতে এক্সরে সহ কিছু পরীক্ষা করতে হয়। বোয়িং এর ক্ষেত্রে ভিটামিন-ডি স্বল্পতা যেন না থাকে সেটা নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিদিন ১৫-২০ মিনিট বাচ্চাকে মৃদু রোদে খেলতে দিবেন। সকল রোদেই ভিটামিন-ডি থাকে তবে ত্বক যেন না পুড়ে যায় সেজন্য কেবলমাত্র মৃদু রোদেই বাচ্চাকে রাখার পরামর্শ দেয়া হয়। একই সাথে যথেষ্ট ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার (দুধ, ডিম) বাচ্চাকে দেয়া হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd