কনজাংটিভার প্রদাহকে কনজাংটিভাইটিস বলা হয়। এর বেশ কিছু ধরণ আছে। যেমনঃ ইনফেকশন, এলার্জিক, ব্যাথা পাওয়া, বাইরে থেকে কিছু চোখে ঢুকে ইরিটেশন করা ইত্যাদি। এর মধ্যে ইনফেকটিভ এবং এলার্জিক কনজাংটিভাইটিসে মূলত চিকিৎসার প্রয়জন হয়। ইনফেকশন জনিত প্রদাহকে বাংলায় সাধারণত চোখ উঠা বলা হয়।
ইনফেকশন জনিত চোখ উঠা বাচ্চাদের ক্ষেত্রে ৮০ ভাগই ব্যাকটেরিয়া ঘটিত এবং ২০ ভাগ ভাইরাস জনিত। এছাড়া সামান্য কিছু এলার্জিক কনজাংটিভাইটিস হয়ে থাকে। এডাল্টে চিত্রটা আবার ভিন্ন (৪০% ব্যাকটেরিয়াল, ৩৫% ভাইরাল এবং ২৫% এলার্জিক)
সাধারণত জীবানু আক্রান্ত হাত দিয়ে চোখ কচলানো হলে অথবা জীবানু আক্রান্ত পানি দিয়ে চোখ ধোয়া হলে কঞ্জাংটিভাইটিস হয়ে থাকে। তাই অপরিষ্কার হাত চোখে দিবেন না এবং কলের পানি দিয়ে চোখ ধোয়া পরিহার করবেন।
এই সমস্যাটি দ্রুত ছড়িয়ে যায়। তাই পরিবারে কেউ আক্রান্ত হলে অবশ্যই তাকে সাবধান হতে হবে। প্রতিবার চোখে হাত দেয়ার পর হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। একজন আক্রান্ত মানুষের কাছ থেকে হাচি, কাশির মাধ্যমেও জীবাণূ দ্রুত ছড়িয়ে যেতে পারে।
এই রোগের প্রধান লক্ষণ গুলো হলোঃ চোখ দিয়ে পানি ঝরা, চোখে লাল ভাব এবং চোখে হলুদ পুজের মত ময়লা হওয়া। কিছু কিছু ক্ষেত্রে ময়লা দিয়ে চোখ বন্ধ হয়েও আসতে পারে। এছাড়া হালকা জ্বর, গলা ব্যাথা, কাশি এবং নাক দিয়ে পানি ঝরার মত উপসর্গ কারো কারো থাকতে পারে।
চিকিৎসাঃ আইভেন্টি অথবা অপ্টিমক্স ০.৫% চোখের ড্রপ ১ ফোটা করে ৪ ঘন্টা পর পর ৪ দিন, এরপর ৬ ঘন্টা পর পর ৬ দিন দিবেন। অপ্টিমক্স ০.৫% চোখের মলম রাতে ঘুমানোর পর চোখের পাতার পাপড়ির সংযোগ স্থলে লাগাবেন প্রতি রাতে ১ বার ১০ দিন। (সকল বয়সী বাচ্চার জন্য একই ডোজ প্রযোজ্য হবে) এছাড়া পানি বেশি ঝড়লে এবং চুলকানি বেশি হলে এন্টি-হিস্টামিন খাওয়ার প্রয়োজন হতে পারে। ডোজ প্রাথমিক চিকিৎসার আর্টিকেলে পেয়ে যাবেন।
পরিচর্যাঃ চোখের ময়লা গুলো ফোটানো বা ফিল্টার করা বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে দিবেন। কলের পানি ব্যবহার করবেন না। ২ বেলা কোল্ড কমপ্রেস দিতে পারেন (ঠান্ডা বিশুদ্ধ পানি একটা পরিষ্কার রুমালে নিয়ে ২ বেলা ৫ মিনিট করে হালকা ভাবে প্রেস করবেন। অথবা বিশুদ্ধ পানিতে বানানো বরফ একটা পরিষ্কার রুমালে নিয়ে আলতো ভাবে প্রেস করতে পারেন।) দ্রুত ছড়িয়ে যায় বিধায় আক্রান্ত বাচ্চাকে এসময় স্কুলে বা কোচিং এ পাঠানো যাবে না।
উপরোক্ত চিকিৎসা শুধুই ইনফেকটিভ কনজাংটিভাইটিসের জন্য প্রযোজ্য। উক্ত চিকিৎসায় সুস্থ না হলে অবশ্যই পূর্ণ চিকিৎসা নিতে হবে।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd