শিশুদের ক্ষেত্রে সাধারণত হার্নিয়া এবং হাইড্রোসিল কমন। স্বাভাবিক নিয়মে পেট এবং অন্ডথলির মাঝের যে রাস্তা তা বন্ধ হয়ে যায়। তবে কোন কারণে সেই রাস্তা কিছুটা খোলা থাকলে পেটের ভেতরের পানি সরু নালী দিয়ে অন্ডথলিতে চলে আসতে পারে। এই সমস্যাকে হাইডোসিল বলা হয়। আবার সরু নালী কিছুটা বড় হলে পেটের ভেতরের নাড়ী অন্ডথলিতে চলে আসতে পারে। এটাকে ইনগুইনাল হার্নিয়া বলা হয়। বাচ্চাদের ক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়া নানা সমস্যা করতে পারে। যেমন পেটের ভেতরের নাড়ী ব্লক হয়ে যাওয়া বা পেচিয়ে যাওয়া। সার্জারী ছাড়া হার্নিয়ার কোন চিকিৎসা নাই। মুখে খাওয়ার কোন ঔষধ দিয়ে হার্নিয়া বা হাইড্রোসিল সমাধান করা যায়না।
উভয় ক্ষেত্রেই বোঝার সহজ উপায় হলো অন্ডথলি ফুলে যাওয়া। হাইড্রোসিলের ক্ষেত্রে লাইট দিলে লাল টকটকা দেখা যাবে এবং লাইট পাস করবে। কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে লাইট পাস করবে না। হার্নিয়ার ক্ষেত্রে সাধারণত বাচ্চা জেগে থাকলে, খেলাধুলা করলে, কান্না করলে ফোলা বেড়ে যাবে এবং ঘুমালে ফোলা ভিতরে ঢুকে যাবে। তবে সার্জারী না করলে এটা আটকে যেয়ে জরুরী সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নাড়ী কেটে ফেলার মত অবস্থাও হতে পারে। তাই হার্নিয়া দেখা যাওয়ার পর দেরী বা অবহেলা না করে সার্জারী করে ফেলতে হবে।
হাইড্রোসিল অনেক বড় হতে না থাকলে সাধারণত ২ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা নিয়ম। ২ বছরের মধ্যে ঠিক না হলে হাইড্রোসিলের ক্ষেত্রেও সার্জারী করতে হবে।
এরকম অপারেশন গুলো মেজর সার্জারী নয়। এগুলোকে মধ্যবর্তী (ইন্টারমিডিয়েট) সার্জারী বলা হয়। আমাদের খুব ভালো ও অভিজ্ঞ একটি সার্জারী টীম রয়েছে এবং আমরা নিয়মিত সুলভ মূল্যে হার্নিয়া, হাইড্রোসিল, নাভীর হার্নিয়া অপারেশন গুলো করে থাকি। আমাদের প্যাকেজ মূল্য 25 হাজার টাকা। এর মধ্যে ওটিতে ব্যবহৃত ঔষধ-পত্র, সুতা, এনাস্থেশিয়া ডাক্তারের বিল, হাসপাতালের বিল ইত্যাদি সব অন্তর্ভুক্ত। আশাকরি আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো। আপনারা আগ্রহী হলে আমাকে ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd