ছোট বাচ্চাদের ঔষধ কেনার সময় সতর্ক হোন। ডাক্তার সিরাপ নাকি ড্রপ দিয়েছেন সেটা খেয়াল করুন। দোকানদারের উপড় অতিরিক্ত ভরসা আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। একই ঔষধের ড্রপ এবং সিরাপ বা সাসপেনশনের ডোজ এক নয়। দেশে প্রতিদিন হাজার হাজার রোগী এই ভুল করছেন।
উদাহরণ স্বরুপ নাপা বা প্যারাসিটামল যদি বলি। নাপা ড্রপ এর প্রতি ১ মিলিতে রয়েছে ৮০ মিলিগ্রাম প্যারাসিটামল। কিন্তু সিরাপে রয়েছে প্রতি চামচ বা ৫ মিলিতে ১২০ মিলিগ্রাম প্যারাসিটামল। যদি ডাক্তার আপনার বাচ্চাকে ১ মিলি নাপা ড্রপ লিখে থাকেন এবং আপনি ভুল করে ১ মিলি নাপা সিরাপ খাওয়ান তবে আপনার বাচ্চা পাবে মাত্র ২৫ মিলি গ্রাম প্যারাসিটামল যেখানে তার দরকার ৮০ মিলিগ্রাম। আবার উলাটা করে ভাবুন, ডাক্তার আপনার বাচ্চাকে লিখেছে ১ চামচ (৫ মিলি) নাপা সিরাপ। আপনি তাকে খাওয়ালেন ৫ মিলি নাপা ড্রপ। তাহলে আপনার বাচ্চা খাচ্ছে ৪০০ মিলিগ্রাম প্যারাসিটামল। যেটা বাচ্চার কিডনী এবং লিভার ক্ষতিগ্রস্থ করার জন্য যথেষ্ট।
একই ভাবে অনেক এন্টিবায়েটিক রয়েছে ড্রপ এবং সিরাপ উভয় ফরমেটে পাওয়া যায়। তাহলে ডাক্তার সিরাপ লেখার পর আপনি একই ডোজে ড্রপ খাওয়ালে বাচ্চার অনেক বেশি এন্টিবায়েটিক খেয়ে ফেলবে। ফলে ড্রাগের সাইড ইফেক্ট দেখা দিবে, দীর্ঘদিন এভাবে খেলে হতে পারে মৃত্যুও। অপর দিকে ডাক্তার ড্রপ লিখার পর বাচ্চাকে একই পরিমাণ সিরাপ খাওয়ানো হলে অপর্যাপ্ত ডোজ হবে। যার ফলে চিকিৎসা ব্যার্থতা এবং এন্টিবায়েটিক র্যাজিসট্যান্ট হবে।
সম্প্রতি এমন একটা কেইস পেলাম যেখানে ডাক্তার হাফ চামচ কমপিরন সিরাপ দিয়েছেন। কিন্তু রোগী ভুলে কমপিরন ড্রপ খাওয়াচ্ছে হাফ চামচ করে। হাফ চামচ কমপিরন সিরাপে আছে ১০০ মিলিগ্রাম আয়রন। কিন্তু হাফ চামচ কমপিরন ড্রপে আছে ৫০০ মিলিগ্রাম আয়রন। ডাক্তার দিয়েছিলেন ২ মাসের জন্য। ১০ দিনের মধ্যেই ভুলটি ধরা পরেছিল। দীর্ঘদিন এটা চালিয়ে গেলে কি ক্ষতি হতে পারতো সেই আলোচনায় আজ না যাই। দয়া করে ছোট্ট বাচ্চার চিকিৎসার ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার বাচ্চার চিকিৎসা অবশ্যই একজন শিশু ডাক্তার দিয়ে করানোর চেষ্টা করবেন।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556 (দুপুর ৩ টায়)
সিটি কেয়ার জেনারেল হাসপাতাল
২৩/৬, রুপায়ন শেলফোর্ড, লেভেল ৮, শ্যামলী। (শিশু মেলার বিপরীতে)
সিরিয়ালের জন্য কল করুনঃ 09642400300
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd